ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডি কক ও মিলারের ব্যাটিং তান্ডবে বাংলাদেশের লক্ষ্য ৩৮৩ রান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৪, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুইন্টন ডি ককের তাণ্ডবের পর ঝড় তুললেন হেইনরিখ ক্লাসেন। বিধ্বংসী রূপ দেখালেন ডেভিড মিলারও। তিন ব্যাটারের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ৩৮৩ রানের পাহাড়সম টার্গেট পেলো বাংলাদেশ।

৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন ডি কক। ১৪০ বলে ১৫ চার ও ৭ ছক্কায় ১৭৪ রান করেন তিনি। ৪৯ বলে ২ চার ও ৮ ছক্কায় ৯০ রান করেন হেইনরিখ ক্লাসেন। শেষে ১৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৪ রান করেন মিলার। এছাড়া অধিনায়ক এইডেন মারক্রাম ৬০ রান করেন।

বাংলাদেশের হাসান মাহমুদ ৬ ওভারে ৬৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম। সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দুজনই খরচ করেন ৭৬ রান। কোনো উইকেট পাননি মোস্তাফিজ।