ঢাকামঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার আঘাত আনতে পারে ‘হামুন’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার রাতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটির নাম হবে হামুন।

ভারতের আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হচ্ছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটি বুধবার বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া উপজেলা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূল অতিক্রম পড়তে পারে। আবহাওয়া অধিদফতর বলছে হামুন নামটি ইরানের দেওয়া। যার অর্থ হচ্ছে সমতল ভূমি বা পৃথিবী
এটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হলে সেটি হবে চলতি বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে বাংলাদেশে প্রভাব ফেলেছিল।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “গভীর নিম্নচাপটি শক্তি অর্জন করতে করতে ক্রমশ উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার গতিবেগ বৃদ্ধি পাবে এবং গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোয় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে তিনি জানান। এছাড়া নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আগামী দুই-তিন দিন চট্টগ্রাম, খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকা সেইসাথে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে।