ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ফিলিস্তিনের জন্য শোক দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২১, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের জন্য আগামী শনিবার শোক দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর সড়ক ভবনে আয়োজিত ১৫০টি সেতুসহ কয়েকটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এছাড়াও শুক্রবার সারাদেশের প্রত্যেকটা মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে জুমার পরে তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল যেভাবে হাসপাতাল হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা একটা নিন্দা জানিয়েছি। আমাদের কথা হচ্ছে, দ্রুত এটা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিরা তাদের ন্যায্য জায়গা যেন ফেরত পায়। যে জায়গাগুলো দখল করছে তাদের দিতে হবে। সেখানে শুধু মুসলমান নয়, খ্রিষ্টান, ইহুদি অনেকেই ছিল, যারা মারা গেছেন।

বিএনপি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কেউ নাখোশ হবে এই ভয়ে বিএনপি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে নেই। বিএনপির সব কাজই ধ্বংসাত্মক, এই বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন। আন্দোলনে আপত্তি নেই, আগুন সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ এবং সম্পদের ক্ষতি করলে ব্যবস্থা নেওয়া হবে।