ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ; ইসরাইলকে নিষিদ্ধের দাবি

নজরুল নাঈম | সিটিজি পোস্ট
অক্টোবর ২১, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নজরুল নাঈম, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ।
শনিবার (২১ অক্টোবর’২৩) খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল সন্দ্বীপের চারপ্রান্তের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়।

এতে আলেম-উলামার সাথে সাধারণ ধর্মপ্রাণ মানুষও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
বিক্ষোভকারী তাওহীদি জনতার হাতে হাতে বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা, ইসরাইল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ছাড়াও (লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) কালেমা খচিত পতাকা দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনিরা আজ মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, চিকিৎসা, পানি, বিদ্যুৎ সহ সকল অধিকার থেকে বঞ্চিত।
মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা। ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্বমুসলিম উম্মাহসহ শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। যার ফলে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিকামী মানুষ আজ জেগে উঠেছে।’

সমাবেশে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ, ওআইসি সহ মুসলিম রাষ্ট্রপ্রধানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এতে বিশ্বশান্তির অন্তরায় দখলদার ইসরাইলকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে, অবিলম্বে স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের পাশাপাশি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর দাবিও জানানো হয়।

সমাবেশে বিক্ষোভকারী মুসল্লিরা নারায়ে তাকবির-আল্লাহু আকবর, সাবিলুনা সাবিলুনা-আল জিহাদ আল জিহাদ, ফিলিস্তিন ফিলিস্তিন-জিন্দাবাদ জিন্দাবাদ, নিপাত যাক নিপাত যাক-ইসরাইল নিপাত যাক, জেগেছে জেগেছে-বিশ্ব মুসলিম জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’র সভাপতি মাওলানা মাহবুবউল্লাহ এর সভাপতিত্বে এবং মুফতী আব্দুর রহমান, মাওলানা আব্দুল হামিদ ও মুফতী রায়হানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মহাপরিচলক মাওলানা আতিক উল্লাহ দা.বা, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আনজার শাহ, মাওলানা এহসান উল্লাহ, মাওলানা মিনহাজ উদ্দিন দেলোয়ার,  মাওলানা ওমর ফারুক ফয়সাল,  মুফতী নুর হুসাইন, মুফতী নুরুল আবছার, মাওলানা শাব্বির আহমাদ, মুফতী আহসান উল্লাহ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতী আবরারুল হক, মাওলানা শরীফ হায়দার প্রমুখ।