ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ইসরাইলি হামলা ভয়াবহ এবং একেবারে অগ্রহণযোগ্য : ট্রুডো

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৮, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার এক হাসপাতালে ইসরাইলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই হামলাকে ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার গাজার হাসপাতালে ইসরাইলের চালানো ভয়াবহ ওই হামলায় ৫০০ জন নিহত হয়েছেন।

ট্রুডো আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার একটি হাসপাতালে ইসরাইলি হামলার খবর ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হাসপাতালের মতো স্থানে ইসরাইলের হামলা চালানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।

 

কানাডা বলেছে, হামাসের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

 

ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘গাজা থেকে যে খবর আসছে তা ভয়ঙ্কর এবং একেবারেই অগ্রহণযোগ্য… আন্তর্জাতিক আইনকে এ ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই সম্মান করা দরকার। যুদ্ধের কিছু নিয়ম রয়েছে । যুদ্ধের নামে হাসপাতালে হামলা গ্রহণযোগ্য নয়।’