ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুধবার ইসরাইল যাচ্ছেন জো বাইডেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৭, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই বড় পরিসরে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে যাচ্ছেন। বুধবার তাঁর ইসরায়েলে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রশাসনের পক্ষ।

স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, চলমান সংঘাতের চরম সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল যাচ্ছেন। বুধবার তাঁর তেল আবিবে পৌঁছানোর কথা।
এ ছাড়া বাইডেনের ইসরায়েল সফরের কথা জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেনের সফরের মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া সফরকালে গাজায় সাধারণ মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এবং গাজাবাসীকে নিরাপদে সরে যাওয়ার একটি ‘নিরাপদ পথ’ চালুর বিষয়ে আলোচনা করবেন বাইডেন।

অন্যদিকে গত রোববার মার্কিন টেলিভিশন সিবিএস ‘সিক্সটি মিনিটস’ শিরোনামে একটি অনুষ্ঠানে জো বাইডেনের এক সাক্ষাৎকার প্রচার করে। সেখানে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, গাজা দখলে ইসরায়েলি কোনো পদক্ষেপ তিনি সমর্থন করবেন কি না। জবাবে বাইডেন বলেন, ‘গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য বড় ভুল।’

বাইডেন আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ইসরায়েল যুদ্ধের সব ধরনের নিয়মনীতি মেনে চলবে। গাজার নিরীহ মানুষের জন্য ওষুধ, খাবার ও পানির সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’