ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সঙ্গে আপস করার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিন : রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৪, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

তলে তলে আপস হয়ে গেছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তলে তলে নয়, জনগণের সঙ্গে আপস করার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছেন না কেনো?

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়’ এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আপনারা যদি জনগণের পক্ষে থাকতেন তাহলে তলে তলে আপোসের করার কথা বলতেন না। আর যদি আপস হয়েই থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন না কেনো? আর একটা সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পদত্যাগ করবেন এবং একটা নিরপেক্ষ সরকার দিবেন- এটা দেশের মানুষ প্রত্যাশা করে। আমরা তো বলছি না যে, বিএনপির মনোনীত কোন প্রার্থীকে দিন। যিনি কোন দলের পক্ষপাতিত্ব করবেন না, সবাই যাকে পছন্দ ও বিশ্বাস করবে- তাকে দিন। তা না করে বলছেন, তলে তলে সব আপস করেছেন। আর তলে তলে নয়, জনগণের সঙ্গে আপস করার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছেন না কেনো?

 

 

তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন- তলে তলে সব ঠিক করেছেন। দিল্লীও তাদের পাশে আছে। কিন্তু দেশের জনগণ তাদের পাশে নাই, প্রকারন্তে এটাও তারা বলেছে। আর যারা তাদের পছন্দ করে না তাদেরকেও তলে তলে ম্যানেজ করেছে। এটা থেকে প্রমাণিত হয় দেশের জনগণ তাদের সঙ্গে নেই।

তারা চেষ্টা করছেন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। আর গণতন্ত্র হত্যা এবং জোর করে ক্ষমতা দখল, এগুলোর জন্য পৃথিবীর গণতন্ত্রকামী দেশগুলো যারা সমালোচনা করছেন- তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছেন। কিন্তু সবাই তো ম্যানেজ হবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেছেন, আপনাকে আর কয়েকদিন মাত্র অপেক্ষা করতে হবে। মানুষের ক্ষোভ কত তীব্র হতে পারে সেটা আপনার দেখার সময় হয়েছে।

এসময় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রেহেনা আক্তার রানু ও আবু তালেবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।