বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে গ্রেপ্তার করে পুলিশ। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
ধানমন্ডি থানায় করা পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলার তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ২৫ মে ধানমন্ডি থানায় বিরুদ্ধে দায়ের হওয়া ‘রাজনৈতিক’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।