ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৭, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মার্কিন ভিসা নীতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভিসা নীতিতে সবচেয়ে ভয়ের ছাপ পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে। উন্মাদ হয়ে গেছেন তিনি।’

‘আওয়ামী লীগ ভালো ও সুষ্ঠু ভোট করে’-প্রধানমন্ত্রীর এমন কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করে ফখরুল বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন। বিদায় হোন, এবার কথা শোনানোর জন্য যা কিছু করার তাই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে। মুফতি হান্নানসহ সরকার অনেক জুডিশিয়াল মার্ডার করেছে। অদৃশ্য শক্তি আছে যা বর্তমান সরকার প্রধানের শক্তি; তবে এই শক্তি টিকিয়ে রাখতে পারবে না।’