সবশেষ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। তার ব্যাক্তিগত পঞ্চম ওভারে সরাসরি বোল্ড হয়েছেন মোহাম্মদ নবি। ১২ বলে ৬ রান করেন আফগান অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১২৬ রান নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান।
শনিবার (৭ অক্টোবর) আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতেই পারছিল না টাইগাররা। শেষে সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত নাজিবউল্লাহ জাদরান। দ্বিতীয় ওভারে বল করতে এসেই জাদরানের উইকেট নিয়েছেন সাকিব। ২২ রান করা জাদরানকে ফেরান সাকিব। তার বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার।
এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন গুরবাজ। দুজনে মিলে ৩৬ রানের জুটি গড়ার পর পানি বিরতি দেয়া হয়। সেই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগে পানি বিরতির পরপর আবারও আঘাত হানেন সাকিব। এবার সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।
হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বাউন্ডারি মারতে গিয়ে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ৩৮ বলে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। শহীদি আউট হওয়ার পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে থাকা রহমানউল্লাহ গুরবাজ।
দলীয় ২৯তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করকে আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবউল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। ৫ রানে বিদায় নেন আফগান ব্যাটার।