ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরাও চাঁদে যাবো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৭, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের পাশের দেশ (ভারত) চাঁদে যায়। আমরা কেন পিছিয়ে থাকবো। আমরাও চাঁদে যাবো।’

শনিবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরর তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে তাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৯ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশকে কিছু দিতে পারেনি। এদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলতে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে গ্রামের মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।’

বিমান যোগাযোগ ও পর্যটন শিল্পে সম্ভাবনার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘পর্যটন শিল্পকে আধুনিক করে তুলতে আমরা আরও কয়েকটি বিমান কিনবো। আমরা চাই অ্যাভিয়েশন খাত আরও উন্নত হোক।’

বিস্তারিত আসছে…