ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৫, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

চার বছর আগে যেখানে শেষ , আজ ঠিক সেখান থেকেই আবার শুরু। ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আজ মুখোমুখি ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতেছে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। 

ইংল্যান্ডের প্রথম ম্যাচে নেই অলরাউন্ডার বেন স্টোকস। সেক্ষেত্রে হ্যারি ব্রুককে একাদশে রাখা হয়েছে। নিউজিল্যান্ড একাদশে নেই কেন উইলিয়ামসন।

ইংল্যান্ড একাদশ:  জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রাশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।