আজ সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপতৎপরতা প্রতিহত করতে রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে ১৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের প্রবেশপথ কাঁচপুরে এই কর্মসূচি পালন হবে।
দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায় উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘তাই আওয়ামী লীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতারা।
এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশস্থল পরিদর্শন করে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আওয়ামী লীগের এ নেতা।