ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আশুলিয়ায় শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামগড়া ফকিরবাড়ি মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজা ধাক্কা দিয়ে দেখতে পান ফ্ল্যাটের দরজা খোলা। ঘরের বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ওই ফ্ল্যাটের ভেতরের রুমে আরেকটি মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে— এটি স্বামীর মরদেহ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলে দুজনের মরদেহ দেখতে পেয়েছি। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ পেয়েছি। মনে হয় এটি স্বামীর মরদেহ।
তিনি আরও বলেন, ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।