বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে। এ ধ্বনি এরই মধ্যে সচিবালয়, গণভবনে পৌঁছে গেছে। দেশের মানুষ দাবানলের মতো ফুঁসে উঠছে। অবিলম্বে দেশের জনগণের দাবি মেনে পদত্যাগ করুন। আবারও একতরফা নির্বাচন করার চেষ্টা করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না।’
রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর তিন পোলের মাথায় আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন কায়দা করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে। কিন্তু এ তত্ত্বাবধায়ক সরকার এক সময় আওয়ামী লীগের দাবি ছিল। তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু না হলে দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল মেনে নেবে না।’
সমাবেশ শেষে নগর বিএনপি নেতাকর্মীকে নিয়ে তিনি গোলাম রসুল মার্কেট, তিন পোলের মাথা, রিয়াজ উদ্দিন বাজার, স্টেশন রোড এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মন্নান, সদস্য হারুন জামান, মোহাম্মদ আলী, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান শপথ প্রমুখ।