ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বইয়ের দোকানে আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মসজিদ মার্কেটের একটি বইয়ের দোকানে আগুন লেগেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গেই আমাদের একটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

 

 

 

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।