ইনজুরির অজুহাতে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশসেরা ওপেনারের দাবি অন্তত এমনই। তামিম জানালেন, তাকে বিশ্বকাপের প্রথম ওয়ানডে খেলতে মানা করা হয়েছিল। এমনকি মিডল বা লোয়ার অর্ডারে ব্যাটিং করার প্রস্তাবও করা হয়েছে। যে কারণে নিজেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তামিম। কিন্তু টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বললেন, দলের প্রয়োজনে যে কারোরই যে কোনো পজিশনে খেলা উচিত।
গত মঙ্গলবার বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সেই দলে রাখা হয়নি তামিম ইকবালকে। সেদিন রাতে সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, তামিমের ইনজুরির বিষয়টি মাথায় রেখে তাকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। গতকাল নিজের ফেসবুক পেজে পোস্টকৃত ১২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় ইনজুরির কারণে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার বিষয়টিকে মিথ্যা দাবি করেন তামিম। এমনকি শুধু ৫ ম্যাচ খেলার শর্ত দেয়ার বিষয়টিও গুজব বলেছেন তিনি।
তামিম বলেন, তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে মানা করেছেন বিসিবির এক উচ্চপদস্থ কর্তা। যদি খেলতেই হয়, তাহলে ব্যাটিং পজিশন পাল্টে মাঠে নামার প্রস্তাব দেয়া হয়।
তামিমের সেই ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরই অধিনায়ক সাকিব আল হাসানের সাক্ষাৎকারের একটি ক্লিপ প্রকাশ করে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল। সেখানে সঞ্চালক সাকিবকে বলেন, ‘তার (তামিম) তরফ থেকে যেটা বলা হচ্ছে যে, তিনি সারাজীবন ওপেনিংয়ে খেলেছেন। হুট করে তিনি কেন মিডল বা লোয়ার অর্ডারে খেলবেন।’ প্রত্যুত্তরে সাকিব বলেন, ‘দলের প্রয়োজনে যে কারোরই যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত।’