ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ষোল বছর পর রায় হলো ব্যবসায়ী নুরুল হত্যা মামলার : তিন আসামির যাবজ্জীবন

খায়রুন্নেসা সুলতানা | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর ও দায়রা জজ আদালত এই মামলার রায় ঘোষণা হয়৷ বিচারক মো. জসিম উদ্দিন এ রায় দেন।

এই রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন, শামীম, মো. মাসুদ ও মো. দেলোয়ার। একই রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বায়েজিদ এলাকার ব্যবসায়ী নুরুল হত্যা মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২১ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এলাকার বাসিন্দা নুরুলকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ১৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ। একই বছরের ২৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার কার্যক্রমে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় দেন আদালত।
আদালতে রায় দেয়ার সময় একজন আসামি উপস্থিত ছিলেন, বাকি দুইজন আসামি এখনো পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ জানান, রায় ঘোষণার সময় এক আসামি শামীম আদালতে হাজির ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অন্য দুইজন পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।