ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি কাটিয়ে সোমবার রাত থেকে উৎপাদন শুরু হয়। উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।