ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা নেতা নিহত

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সাব মাঝিকে (কমিউনিটি নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আইয়ুব ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশের ধারণা, আরসার সন্ত্রাসীরা এ রোহিঙ্গা নেতাকে খুন করতে পারে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইয়ুব মাঝি মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার কর্মকাণ্ড বিরোধী ছিলেন। বিকেলে কমিউনিটি অফিস থেকে নিজের ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। এ মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।