ভারতসহ একাধিক দেশ থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) এ অনুমতি দেওয়া হয়।
এর আগে গত বছর ৫১ কোটি ডিম আমদানির অনুমতি চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেয় আমদানিকারকরা। বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন প্রায় ৪ কোটি ডিম উৎপাদিত হয়। এর মধ্যে ৯-১২ শতাংশ কর্পোরেট পোল্ট্রি ফার্ম ও বাকি ডিম গ্রামাঞ্চলের প্রান্তিক খামারিদের মাধ্যমে উৎপাদিত হয়।
মূলত ডিমের দাম বাড়তির অজুহাত ও সরবরাহ ঘাটতির কথা বলে ভারত থেকে দেশে ৫১ কোটি ডিম আমদানির অনুমতি প্রার্থনা করে আমদানিকারকরা। গত বছর আগস্টের মধ্যভাগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছিলেন।