ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ডেঙ্গু জ্বরে কাঁপছে চট্টগ্রাম’

খায়রুন্নেসা সুলতানা | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন কর্মসূচি ও সচেতনতার মাঝেও কমছেনা চট্রগ্রামে ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসার পরও মৃত্যু ঠেকানো মুশকিল হচ্ছে। চিকিৎসকরা ধারণা করছেন অবনতি হতে পারে পরিস্থিতির।

এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ১২ জন ডেঙ্গুরোগে আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাশাপাশি গত জানুয়ারি থেকে এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৭৭ জন। আক্রান্তদের চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে ৩২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ৭ হাজার ৩৪৮ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত শনিবারের (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে ৬০ জন সরকারি হাসপাতালে এবং ৬৪ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৫ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৩৫ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ২৪ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ১৮ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৭ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসাপাতালগুলোতে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে দুই বছরের এক শিশু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ বছরের এক নারী মারা গেছে।