ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে বাংলাদেশ ভয়ঙ্কর একটি দল হবে বলে জানিয়েছেন সাকিব

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাকিবের বিশ্বাস, দলের সবাই ফিট থাকলে আগামী বিশ্বকাপে বাংলাদেশকে ভয়ঙ্কর দল হিসেবে দেখা যাবে। বিশ্বকাপের জন্য বাংলাদেশ ভালো একটি দল পেয়ে গেছেও বলে জানান তিনি।

এশিয়া কাপ মিশন ভালো না গেলেও তৃপ্তিতে আসরটি শেষ করতে পেরেছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে সাকিব আল হাসানের দল, এশিয়া কাপে দলটির বিপক্ষে ১১ বছর পর জিতলো বাংলাদেশ। হতাশার বৃত্তে বন্দী থাকা বাংলাদেশের জন্য এই জয়টা অনেকটাই স্বস্তির, সঙ্গে মিলছে আত্মবিশ্বাসও।

 

অধিনায়ক সাকিবের কণ্ঠে সেই প্রত্যয়ের কথাই শোনা গেল। তার বিশ্বাস, দলের সবাই ফিট থাকলে আগামী বিশ্বকাপে বাংলাদেশকে ভয়ঙ্কর দল হিসেবে দেখা যাবে। ভারতের বিপক্ষে ম্যাচের পর তিনি জানান, বিশ্বকাপের জন্য বাংলাদেশ ভালো একটি দলও পেয়ে গেছে।

 

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি, আমাদের খুব ভালো একটি দল আছে। এশিয়া কাপে চলাকালে অনেক চোট সমস্যা দেখা গেছে। অনেক খেলোয়াড় দলে ঢুকেছে, আবার বেরিয়ে গেছে, যা আমাদের মোটেও সাহায্য করেনি। তবে আশা করছি, যদি সবাই পুরো ফিট থাকে, তাহলে বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর একটি দল হবো।’

ভারতের বিপক্ষে পাঁচটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা তাদেরকে সুযোগ দিতে চেয়েছি, যারা খুব বেশি খেলেনি। আমরা দেখতে চেয়েছিলাম, কোন কম্বিনেশনটা সঠিক হয় আমাদের জন্য। গত কয়েকটি ম্যাচ দেখার পর মনে হয়েছে, স্পিনাররা এই উইকেটে বড় একটি ভূমিকা রাখবে। তাই একাদশে বেশি স্পিনার নেওয়া হয়। সৌভাগ্যক্রমে সেটা কাজে দিয়েছে।’

 

দারুণ জয়ের পথে ব্যাটে-বলে নেতৃত্ব দেন সাকিব। ৮০ রানের দারুণ এক ইনিংস খেলার পর বল হাতে ১০ ওভারে ৪৩ রান খরচায় একটি উইকেট পান তিনি। ম্যাচ সেরার পুরস্কার জেতা বাংলাদেশ অধিনায়ক নিজের ইনিংসটি নিয়ে ভালো লাগার কথা জানান। তার ভাষায়, ‘আমি এই এশিয়া কাপে তেমন ভালো ব্যাটিং করিনি। আজ যখন আমি আগেভাগে উইকেটে যাই, আমি ভেবেছি আমার হাতে অনেক সময় আছে ব্যাটিংয়ের জন্য।’

 

‘প্রথম বাউন্ডারিটি মারার সঙ্গে সঙ্গে আমি ভালো অনুভব করতে থাকি। তখন থেকে আমার মনে হয়, আমি ভালো ব্যাটিং করেছি। এটা একটা চ্যালেঞ্জিং উইকেট ছিল। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং করা অবশ্য সহজ হয়ে পড়ে। তবে স্পিনের বিপক্ষে খেলাটা কঠিন ছিল।’ যোগ করেন সাকিব।