ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি ছাড়াই চট্টগ্রামের ব্যস্ত সড়কে জলাবদ্ধতা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টি না হলেও চট্টগ্রাম শহরের ব্যস্ততম জিইসি মোড়ে শনিবার আকস্মিক জলাবদ্ধতা দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের।

 

প্রথমে ওয়াসার পানির পাইপ ফেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। পরে জানা যায় ময়লা-আবর্জনায় নালা বন্ধ হয়ে এমনটা হয়েছে।

এদিন দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও জলাবদ্ধতা নিরসন করতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সন্ধ্যায় গিয়ে দেখা যায়, নগরীর জিইসি মোড় থেকে এমইএস কলেজমুখী সড়কে হাঁটুসমান পানি জমে রয়েছে। সেন্ট্রাল প্লাজার বিপরীতে পুলিশ বক্সের সামনে থেকে ইউনেস্কো শপিং কমপ্লেক্স পর্যন্ত পথচারীদের পা ফেলার জায়গা নেই। নালা ময়লা পানিতে একাকার। করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের একদল কর্মী আশপাশের নালা ও কালভার্টের মুখ পরিষ্কারে কাজ করে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয় সড়কটি ব্যবহার করা মানুষকে। ময়লা পানি ডিঙিয়ে চলাচল করতে হয় তাদের।

 

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, জিইসি মোড়ে জলাবদ্ধতার খবর পেয়ে পরিচ্ছন্নতা বিভাগের দল কাজ শুরু করেছে। কিন্তু আমরা কোথাও কোনো ব্লকেজ খুঁজে পাইনি। এক্সক্যাভেটর দিয়ে রাস্তার একটা অংশ কেটে দেখতে হচ্ছে কোথায় এ সমস্যা।

বৃষ্টি না হওয়ার পরও উঁচু এলাকা জিইসি মোড়ে কৃত্রিম জলাবদ্ধতায় বিস্ময় প্রকাশ করছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

 

সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সিদ্দিক আহমেদ বলেন, চট্টগ্রাম শহরে বৃষ্টি হলেও কখনোই জিইসি মোড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় না। কিন্তু আজ বৃষ্টি না হওয়ার পরও কৃত্রিম জলাবদ্ধতার জন্য সিটি করপোরেশনের নিয়মিত নালা পরিষ্কার না করাই দায়ী।