কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাজ্য। শরণার্থীদের জন্য ৩০ লাখ পাউন্ড (৩৭ লাখ মার্কিন ডলার) নতুন তহবিল ঘোষণা করেছে দেশটি।
ঢাকায় অবস্থানরত যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন বলেন, আমি শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের আরও ৩০ লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিতে পেরে আনন্দিত।
তিনি বলেন, নতুন এই সহায়তা কক্সবাজার ও ভাসানচরে শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সেবা এবং রান্নার জ্বালানি নিশ্চিত করতে সহায়তা করবে।