ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনুমতি ছাড়া সানজিদার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আমি সানজিদার সঙ্গে কথা বলিনি। সানজিদা এ ধরনের বক্তব্য দিয়ে ঠিক করেনি। কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে বক্তব্য দিতে পারে না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি সদর দফতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী এডিসি সানজিদা আফরিন সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার স্বামী ছোট একটি বিষয়কে বড় করে তোলেন। হারুন স্যারকে আমার স্বামীই আগে মারধর করেছে।

রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন এডিসি হারুন অর রশিদের ওপর আগে হামলা চালিয়েছে, ডিবিপ্রধান হারুন অর রশীদের এমন বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘তিনি (ডিবি প্রধান) এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হারুন এই তথ্য কোথায় পেয়েছেন, সেটা হারুন বলতে পারবে। প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে, এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে। তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপরে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতটুকু দোষ, সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না।

প্রসঙ্গত, শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। ভুক্তভোগীরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।