ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক 

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সদ্য কন্যাসন্তানের পিতা হয়েছেন জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। স্ত্রীর অসুস্থতা ও পরিবারের কাছে থাকাতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ দল। এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানান , ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তাঁর স্ত্রী এখনো সুস্থ হননি। এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাঁকে ছুটি দেওয়া হচ্ছে।’

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই গত ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ খেলে মুশফিক দেশে ফিরেন। আজ বুধবার তাঁর শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। সাথে আগামীকাল কলম্বোতে দলের সঙ্গে অনুশীলন করে খেলার কথা ছিল পরশুর ম্যাচ।

কিন্তু পারিবারিক এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকাকে বেছে নিয়েছেন মুশফিক।