ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের অবস্থান ও উপাচার্য বরাবর গণস্বাক্ষর পেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে ০৪ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। গণস্বাক্ষর সংগ্রহ করার পর উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এই সময় স্বারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নুরুল আজিম সিকদার।

শিক্ষার্থীদের ০৪ দফা দাবিসমূহ হলঃ
১.সাধারন শিক্ষার্থীদের নামে দেওয়া অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে।
২.আহত শিক্ষার্থীদের পরিপূর্ণ সুস্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
৩.শাটল ট্রেনে সকলের সিট নিশ্চিত, ফিটনেস বিহীন বগি ও ইঞ্জিন সংস্করণ এবং ক্যাম্পাসে অভ্যন্তরীণ চক্রাকার বাস সার্ভিস চালু করতে হবে।
৪.চবি মেডিকেল অভিজ্ঞ ডাক্তার এবং পর্যাপ্ত মেডিসিন ও পরিবহন বৃদ্ধি করতে হবে।

আজ ১০ সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ০৩ কর্মদিবসের ভিতরে ক্যাম্পাসে বিদ্যমান সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। এবং ০৩ দিনের ভিতরে কার্যকরী সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীরা আবার কর্মসূচি পালনের কথা জানায়।