ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাইডেনের সঙ্গে তোলা সেলফিটা গলায় বাঁধিয়ে ঘুরে বেড়ান : ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই জাতির দুর্ভাগ্য কোথায়, জানেন? বেসিক জায়গায় আমরা কেউ যাই না; আমরা সেলফির মতো ইস্যুতে যাই!’

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে ‘এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ’।

মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন, ফখরুল সাহেব এখন কী বলবেন। আমি বলি, আমার পরামর্শটা নেবেন। এই ছবিটা (জো বাইডেনের তোলা সেলফি) বাঁধিয়ে গলায় দিয়ে ঘুরে বেড়ান। ওটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে। এটা দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে বাইডেন এখন আমার সঙ্গে আছে।’

সেলফির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘তাতে করে র‍্যাবের ওপর থেকে স্যাংশন উঠে যায়নি। ভিসা নীতির পরিবর্তন হয়নি। নতুন ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং, ভেবেচিন্তে কথা বলবেন। কথাগুলো আপনারা বলেন, কিন্তু ভেবেচিন্তে বলেন না।’‌

মির্জা ফখরুল বলেন, ‘এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছে যে বাইরের সঙ্গে একটা সেলফি তুলে এখন আপনি ঢোল পেটাচ্ছেন, হ্যাঁ, আমরা জিতে গেছি। জেতাবে তো বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে। সেই ভোট ঠিকমতো হওয়ার ব্যবস্থা করেন। তা না হলে কোনো বাইডেনই আপনাদের রক্ষা করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বাইডেন বা শুধু আমেরিকা নয়, সমস্ত গণতান্ত্রিক বিশ্বই বলছে বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। ভোটটা ঠিকমত না করলে কোনো সেলফিই রক্ষা করতে পারবে না।’

 

প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।