ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পরিচয়ে চট্টগ্রামে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার ভাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো নগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলামের ছোট ভাইকে আদালত ভবন থেকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সাইফুলকে পঙ্গু করার ঘটনা বায়েজিদ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ (ওসি) ৭ জনের বিরুদ্ধে তার (সাইফুল) মায়ের দায়েরকৃত মামলার প্রতিবেদনের নারাজি রিভিশনে গিয়ে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের বিচারক সরোয়ার জাহানের আদালতের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, নগরের বায়েজিদে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পা হারানোর ঘটনায় তার মা ছানোয়ারা বেগম বাদী হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। বায়েজিদ থানার তৎকালীন ওসি কামারুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) মেহের অসীম দাশ, নুরু নবী, কেএম নাজিবুল ইসলাম তানভীর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম, মো. রবিউল হোসেন ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়। মামলায় উল্লেখ করা হয়, পুলিশের পক্ষ থেকে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ওসি কামরুজ্জামানের নির্দেশে সাইফুলের পায়ে গুলি করে পঙ্গু করে দেয়া হয়েছে। পরে এই ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চাঁদার দাবিতে গুলি করার বিষয়টি সঠিক নয় বলে উল্লেখ করা হয়। পরে সাইফুলের মা ছানোয়ারা বেগম এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি প্রদান করেন। আদালত সেই নারাজি গ্রহণও করেন। আর সেই না-রাজির রিভিশন করতে মামলার বাদী ছানোয়ারা বেগম গতকাল চট্টগ্রাম জেলা জজ আদালতে আরেক ছেলে শাহীনকে নিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে। শাহীনের এখনো হদিস পায়নি তার পরিবার।

নিখোঁজ মোহাম্মদ শাহীন নগরের বায়েজিদ থানাধীন বার্মা কলোনি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের পুত্র। তিনি নগরের ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি টিউশনি ও মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন।