আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনমাস পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির নানান খেলা আছে। এরা গতবার ড. কামাল হোসেনকে নিয়ে নির্বাচন রুখতে নিজেদের অশুভ তাণ্ডব চালিয়েছে। এবারও তারা ড. ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সে খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউনূসকে নিয়ে তারা আবার ওয়ান ইলেভেনের অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়।
বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, যারা অসাম্প্রদায়িক মানবতাবাদে বিশ্বাস করে এবং গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা চায় তাদের আজকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকারই এ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। কাজেই এ সরকারকে টিকিয়ে রাখতে হবে।
এ সময় জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বিষয়ে হিন্দুদের সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে দেখিতো মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলার জন্য প্রমাণিক নামে একজন মাঠে আছে। এসব অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা খেলতে চায়। তাই সাবধান থাকবেন। ওবায়দুল কাদের বলেন, এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। তাই শিষ্টকে পালন করতে হবে। অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশের মতো আজকে শান্তি যাতে বজায় থাকে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।