ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে ভারতে পণ্য পরিবহন : আখাউড়া-আগরতলা রেল সংযোগ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

এই প্রকল্প বাস্তবায়নের ফলে সড়ক পথের পাশাপাশি রেলপথেও চট্টগ্রাম বন্দর এবং রাজধানী থেকে পণ্য যাবে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় অঞ্চল সেভেন সিস্টার্সে। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। 

প্রকল্প অনুমোদনের সাত বছরের মাথায় আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ১০.০১ কিলোমিটার রেল লাইন উদ্বোধন হতে যাচ্ছে। এর মাধ্যমে ভারতের সাথে নতুন করে আরেকটি রেল সংযোগ চালু হচ্ছে।

 

এই প্রকল্প বাস্তবায়নের ফলে সড়ক পথের পাশাপাশি রেলপথেও চট্টগ্রাম বন্দর এবং রাজধানী থেকে পণ্য যাবে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় অঞ্চল সেভেন সিস্টার্সে। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে।

 

মঙ্গলবার দুপুরে আখাউড়া–আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক আবু জাফর মিঞা বলেন, “চট্টগ্রাম থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেলপথ চালুর সব কাজ শেষ হয়েছে। আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী এই লাইনটি উদ্বোধন করবেন।”

 

তিনি আরও জানান, সম্ভাব্য উদ্বোধনের দিনকে সামনে রেখে এই রেলপথের ফিনিশিংয়ের কাজ এখন চলছে পুরোদমে। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনারবাহী ট্রেন আগরতলা হয়ে ভারতের সেভেন সিস্টারে যাবে। এরপর যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে।