ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগকে বিপদে ফেলতে খালেদা জিয়াকে মেরে ফেলতে পারেন তারেক : মির্জা আজম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৮, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগকে বিপদে ফেলতে তারেক রহমান যেকোনো সময় খালেদা জিয়াকে মেরে ফেলতে পারেন। তারেক রহমান যেকোনো জঘন্য কাজ করতে পটু। 

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২ সেপ্টেম্বর, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠেয় সুধী সমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের ওপর অমানবিক অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু এই ১৫ বছরে বিএনপির নেতারা সবচেয়ে সুখেই রয়েছেন। তারা এসি রুমে ঘুমান, আরাম আয়েশে ব্যবসা-বাণিজ্য করছেন। তবে যুবলীগকে সর্বদা সজাগ থাকতে হবে যেন বিএনপি-জামায়াত কোনো ধরণের ষড়যন্ত্র করতে না পারে।

সভায় সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ। নির্বাচনে যাওয়ার পথও তাদের নেই।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।