ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকসের নতুন সদস্যের নাম ঘোষণা করা হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৪, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক জোট ব্রিকসের নতুন সদস্যের নাম ঘোষণা করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আজ বৃহস্পতিবার জোহানেসবার্গে নতুন সদস্য রাষ্ট্রের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

 

এর আগে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। তিন দিনের এই সম্মেলন শেষ হবে ২৪ আগস্ট বৃহস্পতিবার।

 

প্রথম দিনে বিশ্ব নেতাদের স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এই জোটের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়, ৪০টিরও বেশি দেশ ব্রিকস জোটে যোগদানে আগ্রহী।

 

দক্ষিণ আফ্রিকার ব্রিকস রাষ্ট্রদূত অনিল সুকলাল বুধবার বলেন, বৃহস্পতিবার সকালে একটি চূড়ান্ত বৈঠকে বসবেন ব্রিকস নেতারা। এরপর একটি সংবাদ সম্মেলন ডাকা হবে। সেখানেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নতুন সদস্য দেশের নাম ঘোষণা করবেন যাদের ব্যাপারে সবাই একমত হয়েছেন।

 

অনিল সুকলাল বলেন, ‘আমাদের নেতারা গত রাতে মন্ত্রিদের সুপারিশগুলো নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ব্রিকসের সম্প্রসারণ নিয়ে সবাই খুব সতর্ক। আজও আলোচনা হয়েছে এবং সম্প্রসারণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।’

 

এই কূটনীতিক বলেন, ব্রিকসের সম্প্রসারণের খাতগুলো নিয়ে চূড়ান্ত আলোচনা করে একমত হয়েছেন সদস্যদেশগুলোর নেতারা।

 

তিনি আরও বলেন, ‘প্রক্রিয়া চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন তারা সদস্য বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারছেন। তাই আগামীকাল (বৃহস্পতিবার) সকালে শেষ বৈঠকের পর তারা ঠিক করবেন নতুন কোন রাষ্ট্রকে সদস্য হিসেবে জোটে যুক্ত করা হবে।’

 

এর আগে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নলেন্দি পানডোর বলেন, নতুন সদস্যরাষ্ট্র হওয়ার ক্ষেত্রে যেসব বিষয়গুলো নজরে আনা প্রয়োজন সেসব নিয়ে আলোচনা করেছেন নেতারা।