সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক, বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে ১৫ আগস্ট বিএফআরআই মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রারম্ভে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও জাতির পিতার প্রতিকৃতি ‘মুজিব চিরন্তন’-এ পরিচালক মহোদয়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তিতে, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক মহোদয় ড. রফিকুল হায়দার এর সভাপতিত্বে বিএফআরআই মিলনায়তনে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ অন্যান্য শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ০১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন), বিএফআরআই।
সভায় ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জনাব মো. আনোয়ারুল ইসলাম, রেফ্রিজারেটর মেকানিক, মেরামত প্রকৌশল বিভাগ; জনাব মো. শহীদুল ইসলাম, সহকারী মৃত্তিকা বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ; জনাব মো. জহিরুল আলম, সিনিয়র রিসার্চ অফিসার, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর শাখা; জনাব অসীম কুমার পাল, বিভাগীয় কর্মকর্তা, বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন ড. রফিকুল হায়দার, পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফআরআই এর পাবলিসিটি অফিসার জনাব এয়াকুব আলী।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএফআরআই-এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অনলাইন প্লাটফর্ম জুম-এর মাধ্যমে অংশগ্রহণ করেন।