ঢাকাশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সয়াবিন তেলের দাম কমল দেশে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১৩, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি লিটারে ৫ টাকা কমছে বলে জানা গেছে।

বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৯ টাকায়। দাম কমার পর সেটি ১৭৪ টাকায় বিক্রি হবে।

এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়।

রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।