ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গে নতুন চুক্তি করবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১২, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি অবস্থান নিয়ে আছে। আমরা ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি মেনে চলছি। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জিসোমিয়া ও  আকসা চুক্তি করবে কিনা– সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে  শনিবার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সিলেট নগরীর শাহী ঈদগাহ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন আব্দুল মোমেন।

তিনি বলেন, বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের সংবিধান মেনে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন, আমরা তার সবকিছুই করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলন থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, নানা বিষয়ে আলোচনা হবে।