ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার বাংলাদেশ সফরে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১০, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

এবার চারদিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক। আগামী শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। এই সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চারদিনের সফরে বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য। তাদের মধ্যে একজন এড কেইস, তিনি ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য। আরেকজন হলেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক।

দুই মার্কিন কংগ্রেস সদস্যের সফরের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তারা মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসবেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে সফরে দুই মার্কিন কংগ্রেস সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।