চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সম্প্রতি সব ব্যাংকে চিঠি দিয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে লেনদেনসহ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।
উপস্থাপনার পাশাপাশি জিল্লুর রহমান ঢাকার থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। প্রতিষ্ঠানটি সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্রসহ নানা বিষয়ে গবেষণা পরিচালনা করে। এ প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।
মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত রাষ্ট্রীয় কেন্দ্রীয় সংস্থা বিএফআইইউর চিঠিতে জিল্লুর রহমান এবং সিজিএসের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণসহ যাবতীয় তথ্য ব্যাংগুলোকে পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জিল্লুর রহমানের রাজধানীর নিউ ইস্কাটনের ঠিকানা উল্লেখ রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তাঁর পৈতৃক বাড়িতে যায় পুলিশ। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করেন তিনি। সে সময় জিল্লুর রহমান দাবি করেন, তাঁকে, তাঁর পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য পুলিশ বাড়িতে গেছে।
উপস্থাপক হিসেবে তাঁর ভূমিকা এবং সিজিএসের কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরির জন্য পুলিশ এটা করেছে বলেও দাবি করেছিলেন তিনি