ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জরুরি সভায় বসছে বিসিবি অধিনায়ক ঠিক করতে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৭, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

তামিম ইকবালের ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেয়ায় এই ফরম্যাটে অধিনায়ক সংকট তৈরি হয়েছে। হুট করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। নতুন অধিনায়ক ঠিক করতে তাই জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি। মঙ্গলবার দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

ধারণা করা হচ্ছে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই ঘোষণা করা হবে। সবদিক বিবেচনায় সাকিবই যে পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন সেটি মানেন নাজমুল হাসান পাপনও।

এমনিতে আগেও অধিনায়ক হিসেবে সাকিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর মাশরাফির অবর্তমানে আরও তিনটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।

বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনও সাকিবকে অধিনায়ক হিসেবে দেখছেন, ‘সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে (অধিনায়ক হিসেবে)। আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক।’