ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে নুরের ওপর হামলার ছবি-ভিডিও

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৬, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলা এবং তার বাসায় পুলিশের তল্লাশির ছবি ও ভিডিও বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার এসব ছবি ও ভিডিও পাঠানো হয়। 

শনিবার বিষয়টি নিশ্চিত করেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, ভিপি নুরের বাসার পুলিশের তল্লাশি ও সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কর্মসূচিতে হামলার ছবি ও ভিডিও বিভিন্ন দূতাবাসে ইমেইল করা হয়েছে।