ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু হত্যার দায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছে যুবলীগ।

বুধবার যুবলীগের উদ্যোগে রাজধানীতে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানানো হয়।

যুবলীগ ঢাকা মহানগর উত্তর ফার্মগেটে এবং ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ কর্মসূচি করে। ফার্মগেটের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। আর বঙ্গবন্ধু অ্যাভিনিউর সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

দুই সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, হাবিবুর রহমান পবন, তাজ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, বদিউল আলম বদি, জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান মাসুদ, সামছুল আলম অনিক প্রমুখ বক্তব্য দেন।

নেতাদের অভিযোগ, অর্থ পাচারকারী তারেক রহমান বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন। ব্যবসা-বাণিজ্য নেই, এ অর্থের উৎস কি? তিনি সেখানে বসে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশ ধ্বংসের পাঁয়তারা করছেন।