ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন রাষ্ট্রদূত সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে তিনি ইসিতে পৌঁছান।

চলতি বছর ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শুরু থেকে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ৮ জুন সিইসির সঙ্গে সাক্ষাৎকালে পিটার হাস বলেছিলেন, তারা এমন একটি নির্বাচন চান, যার মাধ্যমে বাংলাদেশিরা স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে।

একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনসহ সমগ্র বাংলাদেশির কাজ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষে গত ২৫ মে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই নীতির অধীনে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে দেশটি।