ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের বাচ্চু বিজয়ী : চট্টগ্রাম-১০ উপনির্বাচন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩০, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। যা মোট ভোটের  ১১ দশমিক ৭০ শতাংশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরের জিমনেশিয়াম মিলনায়তনে বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন নৌকার বিজয়ী প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ দলের নেতাকর্মীরা।

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চুর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

এ দিন সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে নিজেকে মারধরের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী।

এ আসনটিতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে তাদের ভোটগ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনটি গঠিত। গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।