সরকার পতনের এক দফা আন্দোলন দমন করতেই পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চ।
রোববার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তারা। এ সময় দু’দিনের কর্মসূচি ঘোষণা করে এই জোট।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের ধারায় আজ ঢাকায় এবং কাল মঙ্গলবার বিভাগীয় শহরসহ জেলায় বিক্ষোভ সমাবেশ হবে। ঢাকায় বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।