শনিবার রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন কারা দিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে আগুন লাগা একটি বাসের চালক মো. সানাউল্লাহ বলছেন, ৩ যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। তিনি বলেন, ‘তিন যুবক বাসে উঠে। তারপর বলেন, তাড়াতাড়ি নাম। নইলে তোর শরীরে ঢাইলা দিলাম। ওই যুবকদের হুমকির পর বাস থেকে লাফ দিয়ে নেমে যাই।’
তিনি সাংবাদিকদের বলেন, তাদের কাছে একটি বোতলে পেট্রল ও দেশলাই ছিল। ২ মিনিটের মধ্যে আগুন দিয়ে তারা মোটরসাইকেলে উল্টো পথ দিয়ে যাত্রাবাড়ীর দিকে দ্রুত চলে যান। পরে আশপাশের লোকজন বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।’
বাসে আগুন দেওয়ার সময় আশপাশে পুলিশ ছিল বলে দাবি করেন বাসচালক সানাউল্লাহ।
সানাউল্লাহ জানান, ঘটনার সময় তিনি বাসটি মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের শান্ত ফিলিং স্টেশনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি যখন বাসটি ঘোরাচ্ছিলেন, ঠিক তখন ওই তিন যুবক আসেন।