বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাকে আটক করা হয় এবং চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, ধোলাইখালে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছিয়ে যান। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া বাতাসে পুলিশের দিকেই আসতে থাকে। এতে পুলিশের কিছু সদস্য আক্রান্ত হন।
তখন বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হয়ে পুলিশকে ধাওয়া দেন।