সরকার পতনের এক দফা দাবির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু হয়েছে। এরইমধ্যে সমাবেশে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত শিল্পকলা একাডেমির প্রবেশপথ থেকে মৎস্যভবন পর্যন্ত দলটির নেতাকর্মীতে লোকারণ্য হয়ে গিয়েছে।
গণতন্ত্র মঞ্চের ব্যানারে এই সমাবেশে যোগ দিয়েছে গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলন (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাষানী অনুসারী পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন সংগঠন।
সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।
সংহতি জানিয়ে আরমানুল হক নামে এক কর্মী বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের বাইরে। একটু বৃষ্টি হলেই পানি উঠে যাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা নেই। গুম, খুন, হত্যা ব্যাধিতে পরিণত হয়েছে। এগুলোর সমাধানে- আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা এখানে এক দফা দাবিতে উপস্থিত হয়েছি।
উমামা ফাতেমা নামে আরেকজন বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠায় যুগপৎ আন্দোলনে আজকে আমাদের প্রথম সমাবেশ। এই এক দফা দাবিতে আমরা জড়ো হয়েছি।