ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্তি সমাবেশে আসছেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৮, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে আসছেন। এরই মধ্যে ঢাকা ও ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। 

শুক্রবার দুপুর ৩টায় এই সমাবেশ শুরু হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সমাবেশ মঞ্চ থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ অন্যান্য নেতারা সমাবেশ কার্যক্রম তত্বাবধান করছেন। তারা বলেন, ‘ঢাকাসহ অনেক জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। জুমার নামাজ শেষে আরও আসবেন। লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে জনতার ঢল নামবে সমাবেশে।’

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।