ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্টাম্প ভেঙেও বিস্ফোরক মন্তব্য হারমানপ্রীতের; বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২২, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় নারী দলের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ শেষ করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি টাই হয়েছে। ওই ম্যাচের একটি ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর। আম্পায়ারিং নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 

শেষ ওয়ানডে ম্যাচে ফারজানা হকের সেঞ্চুরিতে ২২৫ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে জুটি গড়ে ভারত। ওই জুটি ভাঙার পরই ক্রিজে এসে আউট হন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। পাঁচে ব্যাট করতে নেমে ২১ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

ঘটনা ম্যাচের ৩৪তম ওভারের। নাহিদা  আক্তারের ফুল লেনথ বলটা লাইনে পড়েছিল। সুইপ করে মিস করেন হারমানপ্রীত। আম্পায়ার লেগ বিফোরের সিদ্ধান্ত নিতে দেরি করেননি। তাতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। অথচ লেগ স্পিনার নাহিদার বলটি পরিষ্কার লাইনে ছিল।

এছাড়া ভিডিও ক্লিপ থেকে মনে হয়েছে, বল ব্যাটের কানা অথবা গ্লাভস ছুঁয়েছে। আর সেটা হলে স্লিপে ক্যাচ আউট কাউর। কারণ বলটি স্লিপ ফিল্ডার তালুবন্দী করেছিলেন। যদিও আল্ট্রা এজ না থাকায় বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

ওই আউটের ঘটনায় ভারতীয় মিডল অর্ডার ব্যাটার প্রথমে ব্যাটে ঘুসি মারেন, এরপর গায়ের জোরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। মাঠ ছাড়ার সময় আম্পায়ারকে ইঙ্গিত করে কিছু বলতেও দেখা গেছে। ছাড় দেননি দর্শকদেরও।

ম্যাচ শেষে হারমানপ্রীত কাউর বলেছেন, ‘আমার মনে হয় সিরিজটা আমাদের জন্য বড় শিক্ষনীয়। ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে খুবই বিস্মিত করেছে। পরে যখন আমরা বাংলাদেশে আসবো, এই ধরনের বিষয় মোকাবিলা করার বিষয়টি নিশ্চিত হয়েই আসবো, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব।’

দারুণ সিরিজ হয়েছে। বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলেছে স্বীকার করলেও আম্পায়ারিং ইস্যু থেকে যেন বের হতে পারেননি হারমানপ্রীত, ‘আগেই বলেছি, খুবই বাজে আম্পায়ারিং হয়েছে। আমরা কিছু সিদ্ধান্তে খুবই হতাশ। আমার হাতের অবস্থা ভালো (আউট হয়ে ব্যাটে ঘুসি মারেন কাউর)।’